বৈরী পয়গাম : শারফুদ্দীন সোহেল

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

বৈরী পয়গাম

কবি : শারফুদ্দীন সোহেল

…………………

বৈরী পয়গামে ভেসেছে নহর,
অদিতির তিমির আঁধারে নগর।

চলে আসা আটলান্টিক তল্লাটের হুদহুদ পাখির রঙে,
আদি শহরে স্বপ্ন বেচাকেনা নানান ঢঙে।

তগুত নহরে ভেসেছে শহর,
পৌঁছেছে অজস্র রক্তাক্ত বহর।

স্বপ্ন গুলো ভেস্তে দিয়েছি অগ্নি নহরে,
দিবা শান-শওকতের পাপাচার বহরে।

মধ্য রাতে শিকারী কুকুরের ঘেওঘেও আওয়াজ ভেসে আসে,
সব দেখে আজ মুখে কুলুপ এঁটে শীতল হয়ে আছে।

প্রশান্তির চিত্র-বৃত্তে খরগ বনফুল,
মালাকুল মউত চুপিসারে তাকিয়ে বিলকুল।

বৈরী পয়গামে ভেসেছে নহর,
অদিতির তিমির আঁধারে নগর।