নিজস্ব প্রতিবেদক।
কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর চেকপোস্ট বসিয়ে কাজী পরিবহন নামে একটি বাস থামিয়ে বাসের সাইড বক্স তল্লাশি করার সময় ২ জন লোক বাস থেকে নেমে পালানোর সময় তাদের আটক করা হয়। বাসটির রেজি: নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৩৯৫১।
রবিবার (১নভেম্বর) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি এসআই মো: তাহসীন হাবীব তালিম এর নেতৃত্বে চার কেজি গাঁজাসহ আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো তাড়াইল উপজেলা আড়াইউড়া গ্রামের মৃত চাঁনফর মিয়ার ছেলে মো: বাচ্চু মিয়া (৬৫) আরেক আসামি রাঙ্গামাটি সদর উপজেলার কাঠালতলী গ্রামের মৃত হরে কৃষ্ণ পাল এর ছেলে ধ্রুব পাল (৫৫)।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।