মঞ্চ ৭১ এর প্রকাশ্য অনুষ্ঠান থেকে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুমকে মিথ্যা মামলায় গ্রেফতার : জাসদের নিন্দা ও প্রতিবাদ। দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ২৯ আগস্ট ২০২৫ শুক্রবার এক বিবৃতিতে, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্যদের ঢাকা রিপোর্টস ইউনিটির মিলনায়তনের প্রকাশ্য সভা হতে গ্রেফতার, সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলায় জড়ানো, জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জাসদের বিবৃতিতে বলা হয়, মঞ্চ ৭১ এর নামের সংগঠন কর্তৃক দর্শক ও শ্রোতা হিসেবে প্রকাশ্যে ব্যক্তিবর্গের উপস্থিতির অনুষ্ঠানে মবের হামলার মাধ্যমে মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক,বিশিষ্ট ব্যক্তিদের মারধর এবং পরে তাদেরকে পুলিশ কর্তৃক গ্রেফতার ও সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় গণতন্ত্র ও আইনের শাসনের অন্তরায়। জাসদের বিবৃতিতে বলা হয়, বাক—ব্যক্তি স্বাধীনতা, সভা—সমিতি করার মৌলিক অধিকার পরিপন্থী মবসন্ত্রাস দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, সন্ত্রাস দমন আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের আত্নপক্ষ সমর্থনের আইনী অধিকার নিশ্চিত করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়। SHARES প্রচ্ছদ বিষয়: