মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো ভূমিকা নাই: মাহমুদুর রহমান দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৫:১০ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো ভূমিকা না থাকলেও ১৫ বছরের ধরে গণমাধ্যমে তার বন্দনা করা হয়েছে বলে দাবি করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। রোববার (২০ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে মোজাফফর রহমান চৌধুরী মিলনায়তনে ডায়ালগ ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত ‘ফ্যাসিবাদী বয়ান নির্মাণে গণমাধ্যমের ভূমিকা : একটি পর্যালোচনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ডায়ালগ ফর ডেমোক্রেসির আহ্বায়ক শেখ মো. আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মাহমুদুর রহমান বলেন, গণমাধ্যমে ভারতের প্রতি কৃতজ্ঞতার শেষ ছিল না। তারা কথা বলতেন একটি দলের হয়ে, একজন ব্যক্তির হয়ে। শুধু তাই নয়, পত্রিকা ও টেলিভিশনের সম্পাদকরা মালিকপক্ষের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান দাবি করেন, গত দেড় দশক গণমাধ্যম সমাজে ঘৃণা ও বিভাজন তৈরি করেছে। এককথায় আওয়ামী লীগ ও শেখ মুজিবুর রহমানের বন্দনায় ব্যস্ত ছিল দেশের গণমাধ্যম। মাহমুদুর রহমান বলেন, ১৯৭২ সালে স্বাধীনতার পরে কি করা হলো? মুক্তিযুদ্ধের ইতিহাস বিবৃত করা শুরু হয়ে গেলো এবং একজন ব্যক্তির বন্দনা করা শুরু হয়ে গেলো। এই ব্যক্তির স্বাধীনতা সংগ্রামের যে স্টেপ তাতে কিছু ভূমিকা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধে কোনো ধরনের ভূমিকা ছিল না। সেই ব্যক্তির নাম শেখ মুজিবুর রহমান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম জানান, গণমাধ্যমকে সব মতের সাংবাদিককে ধারণ করতে হবে। গত ১৫ বছরে আমাদের পত্রিকাগুলো, আমাদের টেলিভিশন স্টেশনগুলো ভয়ানক রকমের, একটি বিশাল জনগোষ্ঠীর অধিকার কেড়ে নেওয়ার যে সাংবাদিকতা করেছেন, সেটার নিজেরাই অনুসন্ধান করবেন। করে জানাবেন যে না আমাদের এখানে এখানে ভুলগুলো হয়েছে। SHARES জাতীয় বিষয়: