সন্ধান
কবি: শারফুদ্দীন সোহেল
.......…..............................
বিশালতার মিল্কিওয়ের ক্ষুদ্র পরজীব আদম পুত্র,
রাজাধিরাজ নয়কো আতরাফ-আশরাফ বা সৌমিত্র।
সাকির পাত্রে শারাবান তাহুরের সরলিক কোণ,
ইহলোক-পরলোক তরতম উবের সন্ধান।
আচ্ছা প্রেম-ভালোবাসা প্রকৃত অন্ধ রয়,
নাকি ট্যালি খাতায় অর্থ-বৃত্ত-প্রাচুর্যে পরাজয়।
প্রাগৈতিহাসিক সন্ধিক্ষণে গিরিখাত বেয়ে,
চাহি আরব্য উদ্দ্যানে বা তিমির আঁধারে।
যেন স্বতঃস্ফূর্ত শিহরণে খচিত পদ্মরাগ মনি,
মহাকাল ধরে উদিত পুষ্পশর ঘানি।
যাদবকূল একরাশ শাপে ঠাঁই, মরুর মরিচীকায়।।