সবাইকে ঈদের শুভেচ্ছা জানান জাতীয় যুব জোটের নেতা শারফুদ্দীন সোহেল।

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সভাপতি শারফুদ্দীন সোহেল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

যুব নেতা শারফুদ্দীন সোহেল আজ ৬ জুন ২০২৫ এক শুভেচ্ছা বার্তায় কিশোরগঞ্জসহ বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়সহ সবাইকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শারফুদ্দীন সোহেল কিশোরগঞ্জ সদর-হোসেনপুর তথা কিশোরগঞ্জের সর্বস্তরের জনগণসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ঈদুল আযহার তাৎপর্য হলো তাদের প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ ও আত্মত্যাগ করার দিন। তাই ঈদুল আযহা প্রতীকীভাবে পশু কুরবানি দেয়ার মধ্য দিয়ে মুসলমানদের জন্য নিজেদের প্রিয় বিস্তু উৎসর্গ ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে হাজির হয়। তারা, নিজেদের প্রিয় বস্তু উৎসর্গ ও আত্মত্যাগের শিক্ষাকে ধারণ মানব কল্যাণে নিজেদের উৎসর্গ ও আত্মত্যাগের মধ্য দিয়ে যখন পরিবার—পরিজন—আত্মীয়—স্বজনদের পাশাপাশি অসহায়—নিরূপায়—অস্বচ্ছল মানুষদের সাথে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া হয় তখনই ঈদুল আযহার মহিমা প্রতিষ্ঠিত হয়। তিনি আরো বলেন, জাতি—ধর্ম—সংস্কৃতি নির্বিশেষ সমাজের সকল মানুষের মানবিক অস্তিত্বকে মর্যাদা দেয়া এবং সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই মানুষের উৎসর্গ ও আত্মত্যাগের সাধনা ও শিক্ষা মহিমান্বিত হয়।

পবিত্র ঈদুল আজহা এই বিশেষ দিনে তিনি বিশ্ব মুসলিম উম্মাহসহ সকল নিপীড়িত ও নির্যাতিত মানুষের জন্য দোয়া করে বলেন, “আল্লাহ যেন সকল মুসলিম সম্প্রদায়সহ সকলকে পরস্পর সম্পর্ককে আরও দৃঢ় ও সুসংহত করেন। বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মানুষসহ পৃথিবীর সকল নিপিড়ীত ও নির্যাতিত মানুষের মুক্তি, শান্তি জন্য বিশ্ব নেতারা উদার ও মানবিক নীতি গ্রহণে উদ্যোগী হন। বিশ্বের সকল নিপীড়িত ও নির্যাতিত মানুষের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তাদের দুঃখ-কষ্ট লাগব হোক—এই প্রার্থনা করি।”

সবশেষে যুব নেতা শারফুদ্দীন সোহেল সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধ জীবন কামনা করেন এবং ঈদুল আজহার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা কামনা করেন।