সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় জাসদের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পত্রিকা

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি গতকাল গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলাকেটে হত্যা এবং গাজীপুরের আরেক সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনাসহ গতবছরের ৫ আগস্টের পর দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন এবং গণমাধ্যমের উপর মব ও জবর দখলের ধারাবাহিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জাসদের বিবৃতিতে বলা হয়, দেশের গণমাধ্যম কর্মীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও বিপন্নতার মধ্যে দিন কাটাচ্ছে। গণমাধ্যমগুলো যখন তখন মব ও জবর দখলের হুমকির মধ্যে দিয়ে চলছে। কথায় কথায় কর্মস্থলে চাকুরিচ্যুতির হুমকির মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে হচ্ছে। জাসদ, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা হীনতা, বিপন্নতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব ও সামাজিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছে।