১নং জিনারী ইউনিয়ন বিএনপি ’র  নব নির্বাচিত কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪
oplus_2

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে গত ৭ ডিসেম্বর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠিত কাউন্সিলে পরাজিত প্রার্থী মো. ফখরুল আলম খান, মো. জাহাঙ্গীর আলম সরকার, মো. আবু হানিফ মেম্বার ও আলমগীর কবির সোহাগ গত ৮ ডিসেম্বর সন্ধ্যায় হাজীপুর বাজারে সংবাদ সম্মেলন করেন।

তারই পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টায় ১নং জিনারী ইউনিয়ন বিএনপি’র নব নির্বাচিত কমিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে নব নির্বাচিত কমিটির সভাপতি মো. বাহার উদ্দিন বাহার বলেন ‘‘পরাজিত প্রার্থীরা মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, ভিত্তিহীন এবং সংগঠন বিরোধী সংবাদ সম্মেলন করেছে। তিনি আরোও বলেন দ্বি-বার্ষিক সম্মেলনের শেষে পরাজিত প্রার্থীরা প্রতিহিংসা পরায়ন হয়ে বিক্ষোভ  ও  উশৃঙখল আচরণ প্রদর্শন করেন। তাদের সংবাদ সম্মেলন  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র বিরোধী এবং সংগঠন বিরোধী।’’ পরাজিত প্রার্থীদের কার্যকলাপে জিনারী ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে চরম হতাশার সৃষ্টি করেছে বলে সংবাদ সম্মেলনে জানান নব নির্বাচিত কমিটির এই সভাপতি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১নং জিনারী ইউনিয়ন বিএনপি’র  সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম মোড়ল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন ভূঞা, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন আকন্দ, সাংগঠনিক সম্পাদক আসাদ মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া,  ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাবীবুর রহমান হাবীব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ- সভাপতি আনিছ ফকির, সাধারণ সম্পাদক আনাছ মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মৃধা, সাধারণ সম্পাদক আলম সরকার, সাংগঠনিক সম্পাদক মিজান খান, ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য হারুন মিয়া, বিএনপি নেতা আলামিন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন মৃধা,  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক সোহরাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান আঃ কুদ্দুসসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, শ্রমিকদল এবং সহযোগী সংগঠনের  নেতাকর্মীসহ প্রায় পাঁচশতাধিক স্থানীয় লোক উপস্থিত ছিলেন।