নিজস্ব প্রতিনিধি , কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ জেলার অন্যতম বিদ্যাপীঠ 'সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ গভর্ণিং বডি'র বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইউএনবি'র জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম ফকির মতি।
রোববার (১৫জুন) গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. ন. ম. মুশতাকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা'র সুত্রমতে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষের আবেদনের (গভর্নিং বডির সভাপতির প্রতিস্বাক্ষরিত) প্রেক্ষিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, ইউএনবি ও দৈনিক খবরপত্র'র কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম ফকির মতিকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়।
শফিকুল ইসলাম ফকির মতি পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসার গণিতের সহযোগী অধ্যাপক। তিনি একাধারে জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।
অনুভূতি জানতে চাইলে শফিকুল ইসলাম ফকির মতি বলেন, আমাকে স্বনামধন্য কলেজের বিদ্যোৎসাহী নির্বাচিত করায় সভাপতি ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।