দেশে আইনের শাসনের পরিবর্তে মবের শাসন প্রতিষ্ঠিত হয়েছে:জাতীয় যুব জোট (জাসদ)

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

শারফুদ্দীন সোহেল,ঢাকা:

২ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার)বিকাল ৪:৩০ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন এবং সভা পরিচালনা করেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন। বক্তব্য রাখেন, যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, সহ-সভাপতি এড. আবু হানিফ, শুভংকর দেব বাপ্পা, প্রদীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম সমুন, সোলায়মান খান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান বাচ্চু, শারফুদ্দীন সোহেল, পারভেজ আক্তার শিল্পী, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল কবির টুটুল, ঢাকা মহানগর দক্ষিণ যুব জোটের সভাপতি আলাউদ্দিন খোকন, ঢাকা মহানগর যুব জোটের সভাপতি আঞ্জুমান ইসলাম অংকুর।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, সহ-সম্পাদক আলী হাসান তরুন, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক নঈম মল্লিক প্রমূখ।
যুব জোট নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জনসংখ্যার যুবরা বাংলাদেশের প্রধান শক্তি। এই যুবরাই আজ হতাশা, বিষন্নতা, স্বপ্নহীনতায় ডুবে যাচ্ছে। দেশের যুব শক্তি এখন বোঝায় পরিণত হতে চলছে। তাই কর্মক্ষম যুবদের তালিকাপুঁঞ্জি করে অবিলম্বে বেকার কর্মক্ষম যুবদের যোগ্যতানুযায়ী কাজে নিয়োজিত করতে হবে। উদ্যোগী, শিক্ষিত, প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে সরকারী—বেসরকারী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান হতে অর্থায়নের ব্যবস্থা করতে হবে।
জাসদ নেতৃবৃন্দ, নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি এবং হাতাশা-মাদক-ভোগ-সম্ভোগের সংস্কৃতির করাল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে পাড়া-মহল্লায় সংস্কৃতি ও ক্রীড়া সংগঠন গড়ে তোলার জন্য যুব সংগঠন গুলোর উদ্যোগী ভুমিকা রাখার আহবান জানান। জাসদ নেতৃবৃন্দ বলেন, দেশ একটি ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। অংশগ্রহনমূলক জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, সংবিধান নিয়ে অহেতুক বিতর্ক, আইনের শাসনের পরিবর্তে মবের শাসন প্রতিষ্ঠা হওয়ায় এ সংকট আরও ঘনীভূত হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, দেশে অবাদে শ্রমিকদের চাকুরিচ্যুতি, গুলি করে হত্যা; নারী নির্যাতন, নারীদের নিরাপত্তাহীনতা; শিক্ষাঙ্গনে অস্থিরতা; সবকিছু মিলে দেশ এক মহা অনিশ্চয়তার মধ্যে দিয়ে অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে চলছে। নেতৃবৃন্দ বলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে এক বছরের বেশি অধিক সময় ধরে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। তাঁর জামিন পাওয়ার আইনী অধিকার মানা হয়নি। নেতৃবৃন্দ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমসহ, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, অর্থনীতিবিদ আবুল বারাকাত, সাংবাদিক শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ গ্রেফতারকৃত অন্যান্য মুক্তিযোদ্ধা, অর্থনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকদের নি:শর্ত মুক্তির দাবি জানান।