সর্বোচ্চ আদালতের সামনে মব’র শক্তি প্রয়োগে বিচার ব্যবস্থাকে বিপন্ন ও অকার্যকর করবে:জাসদ।

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘মব’ এর শক্তি প্রয়োগ সমগ্র বিচার ব্যবস্থাকে বিপন্ন ও অকার্যকর করে দিবে বলে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

আজ ১৯ অক্টোবর দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক বিবৃতিতে তা দাবি জানানো হয়।

জাসদের বিবৃতিতে বলা হয়, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পরিচয়ে ‘মব’-এর শক্তি প্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে ‘মব’ এর শক্তি প্রয়োগ সমগ্র বিচার ব্যবস্থাকে বিপন্ন ও অকার্যকর করে দিবে।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি সর্বোচ্চ আদালত থেকে নিম্ম আদালত পর্যন্ত বিচারপতি ও বিচারকগণের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছে।