জলদস্যু

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

কবি: সায়্যিদ লুমরান
…………………………..
গ্রীবার নিকটে বসা কালো কবুতর কে বললাম, যাও। উড়তে থাকো, পৌঁছে দাও আমার কুশল।
এই আশ্চর্য সমুদ্রের বুকে যে আসমান লীন হয়ে আছে তোমার ডানায় হাওয়া কেটে পাড়ি দাও।
আমি তাঁর প্রত্যাখ্যানে জলদস্যু হয়েছি। আমার এক চোখ সর্বক্ষণ অন্ধ হয়ে থাকে কালো কাপড়ে।
লুট করেছি আরব সমুদ্র তটের সমস্ত শহর। জাহাজের পাটাতনে আমার পায়ের কাছে লুটোপুটি
খায় সহস্র দিনার এবং সফেদ মুক্তা। আমার চতুর্পাশ্বে রুপার পানপাত্র হাতে দাঁড়িয়ে থাকে আরব্য-
রজনীর রূপসীরা। স্পর্শ করতে গেলেই তাঁর বিরহ আমাকে পাথর বানিয়ে দেয়। আমি পারি না!

কটিদেশে ঝুলন্ত কিংখাবে রয়েছে তীক্ষ্ণ তলোয়ার যা দিয়ে মুহূর্তেই দ্বিখন্ড করতে পারি মস্ত পাথর।
আফসোস শুধু শরীর থেকে নিজেকে বিছিন্ন করতে পারছিনা। কারণ, আমার আত্মা কয়েদ হয়ে আছে
তাঁর অন্তরতম প্রদেশে।