জাসদ সভাপতি ইনু কারাগারে অসুস্থ; চিকিৎসা নিশ্চিত করার দাবি জাসদের। দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪ এস.এম.সোহেল, সিনিয়র স্টাফ রিপোর্টার: জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারাগার থেকে অবিলম্বে বিএসএমএমইউ বা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে স্থানান্তর করে উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি। দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি। দলটির বিবৃতিতে জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনুকে অবিলম্বে কারাগার থেকে বিএসএমএমইউ বা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে স্থানান্তর করে সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত ৭ অক্টোবর জনাব হাসানুল হক ইনুকে আদালতে আনার সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পরেন এবং কারাগারে অসুস্থতায় ভুগছেন। জনাব হাসানুল হক ইনু দীর্ঘদিন যাবৎ দেশে ও বিদেশে হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে নিয়মিত মেডিকেল মনিটিরিং ও চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে ছিলেন। এমতাবস্থায় জনাব হাসানুল হক ইনুর বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রয়োজন। বিবৃতিতে জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জনাব হাসানুল হক ইনুকে অবিলম্বে কারাগার থেকে বিএসএমএমইউ বা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে স্থানান্তরিত করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উপযুক্ত চিকিৎসা প্রদান সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে। SHARES জাতীয় বিষয়: