ইটনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবা ও বস্ত্র বিতরণ

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

ইটনা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে রবিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয় পরে ফ্রি মেডিকেল সেবা ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট তানভীর সিদ্দিকী রিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম অপু, যুগ্ম আহ্বায়ক টিপু মিয়া, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মিজান,সালাউদ্দিন সুমন, এরশাদ মিয়া, আনিসুজ্জামান মহসিন, দিলোয়ার হোসেন, কাজী অসীম মিয়া, ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন, যুগ্ম আহ্বায়ক ইফতেখার আলম সুমন সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।