কিশোরগঞ্জে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পরিবর্তে কিশোরগঞ্জ জেলা যুবদল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের আয়োজন করা হয়েছে ।

রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কিশোরগঞ্জ জেলা যুবদল এ চিকিৎসা সেবার আয়োজন করেছে।

কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সুমনের পরিচালনায় আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির বিএনপির সহ সভাপতি রুহুল হুসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, বিএসএমএমইউ এর সহকারী পরিচালক ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এরশাদ আহসান সোহেল।

কিশোরগঞ্জ জেলা ড্যাবের সাবেক সভাপতি ডা: আজহারুল ইসলাম, বর্তমান ড্যাবের আহবায়ক ডা: মজিবুর রহমান, সদস্য সচিব ডা: নাজমুল হাসান, চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান ডা: মো: একরাম আহসান জুয়েল, ডা: আতিকুল সারোয়ার, ডা: মীর সাদ, ডা: মারুফ হাসান , ডা: মোশাররফ হোসেন , কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি একেএম নাছিম খান, যুবদল নেতা শাহীন, সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ বিএনপি ও জেলা যুবদল এবং ৯নং ওয়ার্ড যুবদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিষ্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব দুখী মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছি। যুবদল সব সময় মানুষের পাশে থেকে গনতন্ত্র প্রতিষ্ঠা সহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন , শুনলাম আজ টাকা ছাড়া ওষুধ দেয়, চিকিৎসা দেয় তাই আসলাম চিকিৎসা ও ঔষধ নিলাম, আমি খুবই খুশি বিনা মূল্যে ওষুধ পেয়ে।