সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে তাকে রাজধানী মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথার বললেও সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে সেটি বলেননি তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপিদের অনেকেই বিভিন্ন হত্যা ও হামলার মামলায় গ্রেফতার হয়েছেন। অনেকেই আত্মগোপনে আছেন।