হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪ সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল ফয়েজ টুটুল ও সিদলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শরীফুল ইসলাম শরীফ। oplus_2 oplus_2 প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- অতীতে অনেকে এমপি-মন্ত্রি হয়েছেন কিন্তু কেউই এ অঞ্চলের মানুষের উন্নয়নে খুব একটা কাজ করতে পারেন নাই। আমার উপলব্ধি হয় এ অঞ্চলের মানুষের জন্য কিছু করতে হবে; তাই আমি ২০০৬ সালে চাকরী ছেড়ে নির্বাচন করার জন্য আপনাদের মাঝে এসেছিলাম কিন্তু তৎকালীন আওয়ামী সরকার আইন প্রনয়ন করে, সরকারি চাকরী ছাড়ার তিন বছর অতিক্রান্ত না হলে নির্বাচন করা যাবে না।এ কারণে আমি তখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই । পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আওয়ামীলীগের প্রহসনমূলক নির্বাচনে সারাদেশের ন্যায় দিনের ভোট রাতে দিয়ে আমাকে ফেল করানো হয়। আমি আপনাদের পাশে সব সময় থেকে কিছু ব্যাতিক্রম উদ্যোগ গ্রহণ করার মধ্যদিয়ে আপনাদের তথা কিশোরগঞ্জ-হোসেনপুর বাসীর কল্যাণ ও উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই। আমার চাওয়া-পাওয়ার কিছু নাই আল্লাহ-তায়ালা আমাকে অনেক দিয়েছেন । আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে আমি এ অঞ্চলের মানুষের জন্য কাজ করে যেতে চাই। মনোনয়ন না পেলেও এভাবেই আপনাদের পাশে আজীবন থেকে যাবো। এসময় হোসেনপুর উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী আলোচনা সভায় উপস্থিত ছিলেন। SHARES রাজনীতি বিষয়: