কিশোরগঞ্জ যুবদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের উবাই পার্কে  ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪:০০ টায় শুরু হয়ে তিনঘন্টা ব্যাপী চলে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলীর সঞ্চালনায় ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস, এম জিলানী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রিয়  সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হাফিজুল্লাহ হীরা, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম গালিব ইমতিয়াজ নাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহামুদ ভূইয়া, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আরিফুল ইসলাম সুজন। জেলা স্বেচ্ছাসেবক দল এর আহ্বায়ক আবু নাসের সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি, সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়া, সিনিয়র সহ-সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউর, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ সকল জেলা-উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছা সেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

কর্মীসভায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনা মূলক যৌথ কর্মীসভায় বক্তৃতা কালে বক্তারা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে দেশের স্বার্থে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।