টাঙ্গাইলে পুলিশ সুপারের বাজারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪ মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বাজারে নিরাপত্তা ব্যবস্থা তদারকিসহ সার্বিক বিষয়ে খোঁজ নিল পুলিশ প্রশাসন। বুধবার সকালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র নেতৃত্বে শহরের পার্ক বাজার পরিদর্শন করে পুলিশ প্রশাসন। এ সময় পুলিশ সুপার বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজ খবর নেন। একই সাথে নিত্যপণ্যের দামের বিষয়েও জানতে চান তিনি। সেই সাথে বাজারে চাঁদাবাজি হয় কিনা সে বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। বাজার পরিদর্শন শেষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, বাজারে কোথাও কোন নিরাপত্তার সমস্যা রয়েছে কি না তা আমরা পর্যবক্ষেণ করেছি। মানুষের মনে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষেই আমাদের বাজারে আসা। শুধু বাজার নয়, সকল ক্ষেত্রেই নিরাপত্তা জোরদার রয়েছে। সে কোন কাজে নিরাপত্তার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শরফুুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সারোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সহকারী পুলিশ সুপার খান মাহমুদুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ সোহেল রানা সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES প্রচ্ছদ বিষয়: