বাংলাদেশ যুব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার পুষ্পস্তবক অর্পন

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে একত্রিশ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৭টায় গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গনে অবস্থিত স্মৃতিসৌধে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা শাখা কমিটি পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান মিয়া, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ সুভাইদ মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দানিছ ভূঁইয়া, সদস্য মোঃ সাগর মিয়া, রাতুল মিয়া

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা আহ্বায়ক  কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ নেয়ামুল হক ফরাজি।