বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে অসন্তোষ; প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভূইয়া তার বক্তব্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ আবু সাঈদকে নিয়ে মন্তব্য করে বলেন “আবু সাঈদ শহিদ হইছে, কার সঙ্গে যুদ্ধ করে শহিদ হইছে, কোন দেশের সাথে যুদ্ধ করে শহিদ হইছে।”

তাঁর এ বক্তব্যের প্রতি অসমর্থন জানিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত নয়টার সময় কর আইনজীবীর চেম্বারে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব উল আলম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক মো:মাহমুদুল ইসলাম জানু, কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ড এর সাবেক ইউনিট কমান্ডার মিজানুর রহমান খান।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মাহবুব উল আলম বলেন “ ইদ্রিস আলীর বক্তব্যকে আমরা সমর্থন করিনা। আবু সাঈদের মতো হাজার হাজার ছেলে-মেয়ে ওই দিন শহিদ হইছিলো বলেই অপশাসনের অবসান হইছে তা না হলে ঢাকা দিল্লীর রাজধানী হয়ে যেত। শেখ হাসিনা দিল্লীর একজন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ শাসন করতো। একারণেই আবু সাঈদ এর মৃত্যুকে শহিদ মর্যাদা দান করি এবং আবু সাঈদকে স্যালুট জানাই। ইদ্রিস আলীর বক্তব্যের সাথে প্রশাসনের কোন সর্ম্পৃক্ততা নাই বরঞ্চ অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে কেউ কেউ প্রশাসনকে বলেছে ইদ্রিস আলীকে বক্তব্য দেয়ার জন্য ’’।