টাঙ্গাইলে পরিবেশ দূষণকারী ৭ টি অবৈধ ইটভাটায় অভিযান দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫ মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি। ৯ জানুয়ারি ২০২৫ তারিখ টাঙ্গাইল জেলা প্রশাসন , পরিবেশ অধিদপ্তর , সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার এর টাস্কফোর্স অভিযানের মাধ্যমে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বহুরিয়া এলাকায় নতুন করে তৈরি হওয়া পরিবেশ দূষণকারী ৭ টি অবৈধ ইটভাটায় (বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বি এন্ড বি ব্রিকস, সনি ব্রিকস, রান ব্রিকস) অভিযান করে সেগুলোর চিমনি স্থায়ীভাবে ভেঙে দেয়া হয়। এ অভিযানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্ল্যাহ -আল-মামুন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), মির্জাপুর মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিস এবং গ্রাম পুলিশের সদস্যরা সরাসরি উপস্থিত থেকে এ অভিযানে সহযোগিতা করেন। SHARES সারা বাংলা বিষয়: