মিঠামইনে ব্যবসার কথা বলে কুয়েত প্রবাসীর টাকা আত্মসাৎ; মামলার রায়ে প্রমাণিত মো. রিপন প্রতারক

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ জেলার মিঠামইনের চমকপুর গ্রামের বাসিন্দা মো. জিল্লুর রহমানের পুত্র শেখ হারুন পেশায় একজন কুয়েত প্রবাসী। দীর্ঘদিনের প্রবাস জীবন তার। নিজের পরিবারের উন্নতি যেমন ঘটিয়েছেন তেমনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের জন্য তার অবদান কম নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রবাসী শেখ হারুনের গ্রামের আর এক বাসিন্দা প্রতারক মো. রিপন তাকে তার ব্যবসার পার্টনার হওয়ার জন্য প্রস্তাব দেয়, জানান ঢাকার তুরাগ উপজেলার ধউর নিশাত নগরে ইউরোম্যাক্স টেক্সটাইল মিলস লিমিটেড নামে প্রতারক মো. রিপন এর একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রবাসী হারুন কে প্রস্তাব দেন নতুন একটি সোয়েটার ফ্যাক্টরি নির্মাণ করবে এবং ৫০ শতাংশ ব্যবসায়িক পার্টনার হওয়ার। এই মোতাবেক দুজনের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি হয় এবং শেখ হারুন ৫৮ লক্ষ টাকা রিপনকে দেয়। কিছুদিন পর শেখ হারুন ফেরত যান কুয়েতে।

এদিকে চুক্তি অনুযায়ী যে লভ্যাংশ দেয়ার কথা তা ছিলো তা দিচ্ছিলেন না প্রতারক রিপন। কিছুদিন পর প্রবাসী হারুন জানতে পারেন প্রতারক রিপন কোন ফ্যাক্টরি নির্মাণ করেনি। পরবর্তীতে ব্যবসায়িক অংশীদার হিসেবে দেয়া ৫৮ লক্ষ টাকা ফেরত চান প্রতারক রিপনের কাছে কিন্তু আসামি রিপন টাকা ফেরত না দিয়ে তাল বাহানা শুরু করে। পরে অনেক ঘুরিয়ে প্রতারক রিপন বিগত ২০২৩ সালের মে মাসের ১৮ তারিখে ৪০ লক্ষ টাকার দুটি চেক প্রদান করে এবং মে মাসের ২৫ তারিখে ১৮ লক্ষ টাকার আরেকটি চেক প্রদান করে। পরবর্তীতে ২০২৩ সালের জুনের ২৫ তারিখে এ চেকগুলো ব্যাংকে নগদায়ন করতে গেলে রিপনের অ্যাকাউন্টে টাকা না থাকায় চেক গুলো ডিজঅনার হয়।

পরে প্রবাসী শেখ হারুন আইনের দারস্থ হন। এ বিষয়ে ২০২৩ সালের জুলাইয়ের ২৪ তারিখে এনআইঅ্যাক্ট ১৩৮ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন যার মামলা নম্বর ৫৩২/২০২৪। এ মামলায় ২০২৫ সালের জানুয়ারির ১৬ তারিখে বিজ্ঞ আদালত রায় ঘোষণা করেন। যাতে উল্লেখ করা হয় এনআইঅ্যাক্ট ১৩৮ ধারার অভিযোগ সাক্ষ্যপ্রমাণ দ্বারা সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় মো. রিপনকে উক্ত ধারায় দোষী সাব্যস্ত করে এক বছর সশ্রম কারাদণ্ড এবং ৫৮ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বর্তমানে প্রতারক রিপন পলাতক রয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে জানা যায় রিপন শুধু কুয়েত প্রবাসী শেখ হারুনের সাথেই নয় এমন প্রতারণা আরো অনেকের সাথেই করেছে ।