বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার (২২ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের স্কুল মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এবং বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রাজ্জাক মিঞা সভাপতিত্বে পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এ সময় জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসর প্রাপ্ত) মোঃ আব্দুল করিম, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ সালমা, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (অবসর প্রাপ্ত) মোঃ আব্দুল গনি, সিনিয়র শিক্ষক মুজিবুর আল-মামুন, শিক্ষক দিলীপ চন্দ্র কর্মকার, সিনিয়র শিক্ষক আবু নঈম বজলুল রহমান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ রায়হান হোসাইনসহ স্কুলের অন্যন্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র এবং ছাত্রদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন । পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। SHARES খেলাধুলা বিষয়: