টাঙ্গাইলে আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল

আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে
জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকালে সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক । জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাস্কফোর্স কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন‌, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা ফারজানা খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল প্রমূখ।