শর্তহীন বিপ্লব : শারফুদ্দীন সোহেল

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

শর্তহীন বিপ্লব

…………………….

কবি: শারফুদ্দীন সোহেল

সুশীল পৃথিবীতে নেই, বিগত হয়ছে বহুকাল,
চেয়েছিল সব কিছু হোক নির্ভেজাল।

ওরা জানে নাকি বুঝে না!

চে’র উত্তরসূরীরা জেগে নাকি গভীর ঘুমে,
লক্ষ অর্জিত আজ মহা ধুমধামে ।

ওরা জানে নাকি বুঝে না!

একই আলোর বৃত্তে চেয়েছিল শর্তহীন বিপ্লব,
আজ অন্তঃসারশূন্য কংকালরা সুসজ্জিত পত্র-পল্লব।

ওরা জানে নাকি বুঝে না!

হুশিয়ার করা কান্ডারী অজান্তে ডুবিয়েছে তরি,
ঘুমে আচ্ছন্ন অ্যাকিলিস আজও ফিরেনি বাড়ি।

ওরা জানে নাকি বুঝে না!