টাঙ্গাইল শহরে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল।

টাঙ্গাইল শহরে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। পবিত্র রমজান উপলক্ষে বুধবার পৌর উদ্যান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন। তিনি বলেন এই কার্যক্রম রমজান কে কেন্দ্র করে করা হয়েছে শুক্রবার শনিবার এবং ছুটির দিন ব্যতীত সর্বসাধারণ যে কেউ এই টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন। একই সঙ্গে স্বচ্ছতার জন্য প্রতিটি ভ্রাম্যমান ট্রাকের সঙ্গে একজন করে অফিসার নিয়োগ করা হয়েছে এবং জনসাধারণের সুবিধার্থে আগাম জানিয়ে দেওয়া হবে কবে কোথায় কিছুই পণ্য বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল আমিন শরিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিবুল ইসলাম শুভ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাকিব হাসান, প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমূখ । বুধবার ৫ মার্চ থেকে হেলিপ্যাড মাঠ, পশ্চিম আকুর টাকুর পাড়া (তিন রাস্তা মোড়), বেবী ষ্ট্যান্ড (বিএডিসি গোডাউন), আমিন বাজার (রহিমা মেমোরিয়াল স্কুলের সামনে । বৃহস্পতিবার ০৬ মার্চ কুমুদিনী কলেজ গেইট , দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়, বাজিতপুর বাজার, কাগমারা কাশেম স্কুল। শনিবার ০৮ মার্চ কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়াডোমা চাররাস্তা মোড়,কেন্দ্রীয় ঈদগাহ মাঠ,কাগমারী ব্রীজ (লালপুলের ঢাল), আশেকপুর মোড়। রবিবার ০৯ মার্চ মেছের মার্কেট, দেওলা কালিঘরের সামনে, বৈল্লা বাজার, সুপারি বাগান, ছয়আনী পুকুরপাড়। উক্ত স্থান গুলিতে নির্ধারিত তারিখে সকাল দশটা থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত পণ্য বিতরণ করা হবে।