১৯৭৪ সালের ১৭ মার্চে রক্ষীবাহিনীর গুলিতে শহীদ নেতা-কর্মীদের স্মরণে জাসদের শ্রদ্ধা। দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫ শারফুদ্দীন সোহেল, ঢাকা : আজ ১৭ মার্চ ২০২৫ সোমবার বিকাল ৫:৩০ ঘটিকায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে ১৯৭৪ সালের ১৭ মার্চে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনের সামনে রক্ষীবাহিনীর গুলিতে শহীদ নেতা-কর্মীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ । জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাসদ উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জাসদ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাস দের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর্জা মো: আনোয়ারুল হক, জাসদের কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, জাসদের জনসংযোগ সম্পাদক ও জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সহ-সভাপতি অমিয় ময় নন্দী, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, সাংগঠনিক সম্পাদক শারফুদ্দীন সোহেল, যুব জোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন খোকন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহ মো. ছোরায়েদ সাদীসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তারা ১৭ মার্চের জাসদের শহীদ বিপ্লবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সেদিনও জাসদ জনগনের অধিকার ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক সংগ্রামের নীতি-কৌশল নির্ধারণ করেছে, আজ ২০২৫ সালেও জাসদ মবতন্ত্র, বুলডোজার তন্ত্র, জঙ্গি তন্ত্রের অবসানে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমুলক নির্বাচনের প্রশ্নে আপোষহীন রাজনৈতিক ভূমিকা পালন করছে। এসময় বক্তারা মিথ্যা মামলায় বন্দী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানান। SHARES জাতীয় বিষয়: