‎পৈতৃক সম্পত্তি থেকে ভাই বোনকে বঞ্চিত করার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে ‎

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

‎সালেক হোসেন রনি , কিশোরগঞ্জ।

‎দেশের প্রচলিত আইন ও ধর্মীয় নিয়ম ভেঙে বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে এক ভাই ও তিন বোনকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে ছোট ভাই ফজলুল করিম এর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে  কিশোরগঞ্জ সদরের যশোদল কাটাখালী এলাকায়।

‎অনুসন্ধানে জানা যায় আবদুল সোবহান মৃত্যুর সময় তিন ছেলে আব্দুল হেলিম, আবদুল হাই ও ফজলুল  করিম এবং  তিন মেয়ে অনুফা, শরীফা, মালেহাকে ওয়ারিশ রেখে যান।

‎বঞ্চিত ভাই-বোনেরা  জানান,  তাদের পিতার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির ভাগ পাওয়ার অধিকার জন্মালেও ছোট ভাই ফজলুল করিম তাদের অংশ বুঝিয়ে  না দিয়ে উল্টো তাদের সাথে প্রতারনা ও  বিভিন্ন সময় হয়রানি করে যাচ্ছেন। এমনকি ফজলুল করিম তার আরেক ভাইকে সম্পত্তির ভাগ না দিয়ে বাড়ি ছাড়া পর্যন্ত করেছে।  জমি বন্টনের কথা বললেই তাদেরকে মেরে ফেলার হুমকি দেন প্রতিনিয়ত।

‎বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তাদের দেয়া সমাধান  মানেন না ফজলুল করিম। স্থানীয়ভাবে গত মার্চে জমি বন্টন করে  পিলার দিয়ে সীমানা নির্ধারন করে দেয়া হলেও কয়েকদিন  পর সে সীমানা পিলারও তুলে ফেলে দিয়েছেন । এ বিষয়ে জানতে চাইলে ফজলুল করিম বলেন এটা তার ব্যক্তিগত বিষয়।

‎স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী ফজলুল করিম এর ছেলে নাইম সীমানা পিলার তুলে ফেলে দিয়েছেন। ফজলুল করিম  তার ছেলে নাইম এর নামে ভাই-বোনের প্রাপ্য জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন  এবং সে দলিলের একটি কপিও এ প্রতিবেদকের হাতে রয়েছে।

‎পিতার মৃত্যুর ২০ বছর পরও মুসলিম ফরায়েজ অনুযায়ী সম্পত্তির বন্টন হয়নি আজও । বন্টন না হওয়ার একমাত্র কারনই হলো ছোট ভাই ফজলুল করিমের সম্পত্তির লোভ। তিনি ৩ বোন ও এক ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করে যাচ্ছেন । এর সঠিক সমাধান চান বঞ্চিত তিন বোন ও এক ভাই।