সন্ধান : শারফুদ্দীন সোহেল দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ সন্ধান কবি: শারফুদ্দীন সোহেল …….…………………………… বিশালতার মিল্কিওয়ের ক্ষুদ্র পরজীব আদম পুত্র, রাজাধিরাজ নয়কো আতরাফ-আশরাফ বা সৌমিত্র। সাকির পাত্রে শারাবান তাহুরের সরলিক কোণ, ইহলোক-পরলোক তরতম উবের সন্ধান। আচ্ছা প্রেম-ভালোবাসা প্রকৃত অন্ধ রয়, নাকি ট্যালি খাতায় অর্থ-বৃত্ত-প্রাচুর্যে পরাজয়। প্রাগৈতিহাসিক সন্ধিক্ষণে গিরিখাত বেয়ে, চাহি আরব্য উদ্দ্যানে বা তিমির আঁধারে। যেন স্বতঃস্ফূর্ত শিহরণে খচিত পদ্মরাগ মনি, মহাকাল ধরে উদিত পুষ্পশর ঘানি। যাদবকূল একরাশ শাপে ঠাঁই, মরুর মরিচীকায়।। SHARES প্রচ্ছদ বিষয়: